Saturday, 18 November 2023

The Melancholy Tone

   The Melancholy Note



There are sounds 
Coming through the meadows,
A melancholy chant
Uttered by a young soul.
 Perhaps tried to get the chest full of diamond;
got only the chest
without diamond.


Saturday, 31 December 2022

A One more New Year

 'A One more New Year'. Is it so fantastic? Or is it a boring one? Well may be Pre new year moment is much more delightful and motivational than post one. Once it enters, the count down begins! A count down of endless suffering and hoping one more to come soon. Well, we must understand the value of time and energy in our lives. One more year means one year sooner to grave. So instead of wishing for a new year sooner it is better to focus on each and every moment so that we become so much ecstatic that we don't have to wish for one more year. come on man! Days are running.... 

Wednesday, 2 March 2022

A New World

 We have entered into a new world. This world is not something we have seen or encountered before. This world does not function by the civilians but by the 'Supreme' leaders. What we used to read in fairy tales has become the truth. The nightmares of the past have again come back with a new look. Well, it will not spare any one. We must see one thing. The whole planet functions in a chain systems. The failure of one will break down another. That is what is happening in the form of national breakdowns.

Saturday, 29 January 2022

Sesh Logno

শেষ লগ্ন 

শেষ লগ্নের পথিক 

চেয়ে আছে সেই মুহূর্ত গুলোর দিকে ;

সুন্দর এক অনুভূতি ছিলো ,

ছিল আনন্দ ,ছিলো হাসি 

হয়তো আরো কিছু ক্ষনিক সময় ,

তারপর আবার সেই গতানুগতিক জীবন।

হয়তো এটাই জীবন ;

সময় আসে, সময় যাই ,

বেলাশেষে সব আবার একইরকম।

এভাবেই বয়ে চলবে জীবন 

একদিন সব বয়ে যাবে ,

নিশ্চিন্ন হবে চিহ্ন টুকু;

কত শত মানুষ এসেছে 

এই পৃথিবীর বুকে ,

আবার তারা চলে গেছে ;

লগ্নশেষে পরে রয়েছে স্মৃতি। 


 

Sunday, 29 November 2020

F R I E N D

 FRIEND

A FRIEND is like a LIGHT,

Who makes you  shine BRIGHT;

HE keeps you UP,

OVER and ABOVE.

 

A  FRIEND is like SKY,

Who pushes you to FLY;

You keep being in FEAR,

But  HE strengthens the GEAR.

 

We all get wished,

Sometimes they are missed;

It is the sweetness of LIFE;

Which gives us HIKE. 

Thursday, 13 December 2018

Maintaining the balance

There are two aspects of a life. One is 'masculine' and another one is 'Feminine'. Masculine doesn't mean 'Male' and Feminine doesn't mean 'Female'. These two aspects work together within a living being. Even the whole cosmos is an exaggerated version of the combination of these twine aspects.It does not matter  whether we are a female or a male. In spite of we being a male or a female we are possessing both of these aspects. Sometimes a woman becomes masculine and a man becomes feminine. these two aspects must work simultaneously; otherwise we won't have a full fledged life. We often see a girl possessing a strong masculinity in today's world. again we see a boy having femininity. 
           But if there is an imbalance between these two aspects, having confliction is a matter of time.So we should pay attention to these two attributes and develop these attribute in order to live blissfully. Too much masculinity will destroy the beauty of life and too much femininity will hamper your thought process. it is high time that we bring clarity in our lives and also to the other lives up to a significant extent. Let's make it happen!
                                                      With Love.

Sunday, 21 January 2018

শুভ সন্ধ্যা।  অনেক দিন ধরেই ইংরেজি তে লিখে আসছি।  হয়তো এটাই গ্রহনযোগ্য কিন্তু তবুও মাতৃভাষার প্রতি একটা টান তো থেকেই যাই, তাই না? সেই জন্যই আজকে ভাবলাম বাংলাতেই না হোক একটা কিছু লেখা যাক।  হয়তো এটি অনেক বন্ধুদের সাহায্য করবে যারা ইংরেজি ভাষায় নিজেদের ভাসাইনা ।  আজকে ভাবলাম এমন কিছু নিয়ে লেখা উচিত যেটি আমাকে এবং আমার বন্ধুদের ও সাহায্য করবে। জীবন বিষয়ক কিছু কথা।  হয়তো আমি সেই উচ্চতায় এখনো পৌঁছায়নি।  হয়তো আমার যোগ্যতাও নেই সেই বিষয়টি কে স্পর্শ করার  , তবুও হয়তো একটু হলেও জীবন কে নতুন দিশা দেবে এই কিছু কথা....
        জীবন সম্পর্কে আমাদের সবারই একটা ধারণা আছে । সবাই সেই ধারণার ওপর  ভিত্তি করেই নিজেদের জীবন কে নতুন দিশা দেন... কিন্তু জীবন সম্পর্কে যে ধারনায় আমরা পথ অতিক্রম করছি তা কি যথেষ্ট এই সংক্ষিপ্ত জীবন কে একটি মর্যাদা দিতে।... জানিনা, কিন্তু দেওয়াটা অতন্ত্য  জরুরি। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নানান দিগন্তে আমরা ছুটে চলেছি। হয়তো অনেকেই জানিনা কোথায় আমরা ছুটে চলেছি। পথ টা খুবই সংকীর্ণ। একটু বেসামাল কিনা শেষ।  জীবন টা একটা যুদ্ধ ক্ষেত্র হয়ে গেছে। কিন্তু সত্যিই কি জীবন একটি যুদ্ধ ক্ষেত্র? হয়তো এটি সত্যি নয়। আমরাই জীবনটিকে যুদ্ধ ক্ষেত্রে বানিয়ে ফেলেছি। আসলে এই খেলা টি আমাদের নিজেদের সৃষ্টি। আমাদের এই মগজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে। মস্তিস্ক কে নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি। একবার তা লাগাম ছাড়া হয়ে গেলে বিপদ। মতিস্ক খুবই সুন্দর একটি অঙ্গ যা মানুষকে নতুন করে ভাবতে শেখায়, দেয় অনুভূতি ; কিন্তু সেই অনুভূতি কিরকম হবে সেটি অবশ্যই  আমাদের ওপর নির্ভর করছে। সুতরাং আমাদের উচিত এই মস্তিস্ক কে এক নতুন দিশা দেওয়া। কাজ টি খুব সহজ নয়; তবে অসম্ভবও নয়। চাই সাধনা। বৈদিক যুগ টা যেন তারপর্যপূন্য বলে মনে হয় ঠিক এই কারণেই। গোটা পৃথিবীকে না জানলেও চলবে।  আগে নিজেকে জানতে হবে। কারণ যেদিন নিজেকে জানা সম্ভব হবে সেদিন এই বিশ্ব তোমার প্রাণের মধ্য দিয়ে নিজেই তোমাকে দেখা দেবে।
                                                                         
                                                                           # Inner Transformation.......@Arijit2018..